World oldest man : কলকাতায় চিকিৎসা করাতে এলেন বিশ্বের প্রাচীনতম মানুষ
কলকাতা একটা বিশেষ ঘটনার সাক্ষী থাকল। বিশ্বের প্রাচীনতম মানুষ স্বামী শিবানন্দ উডল্যান্ডস হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল ১২৫ বছর বয়সী স্বামী শিবানন্দ তাঁর বারাণসীর আশ্রম থেকে গত দুদিন আগে কলকাতার ৭৫ বছরের ঐতিহ্যশালী উডল্যান্ডস হাসপাতালে পৌঁছেছেন। এখানে বিভিন্ন বিষয়ের সুপারস্পেশালিস্ট চিকিৎসকরা তাঁর পরীক্ষা করেন। সবরকম প্যাথোলজিক্যাল পরীক্ষার সঙ্গে তাঁর হার্টের ইসিজি ও ইকো, বুক ও ব্রেনের সিটি স্ক্যান, আল্ট্রা সোনোগ্রাফি করা হয় এবং তাঁর দৃষ্টি ও শ্রবণ ক্ষমতা যাচাই করা হয়। স্বামী শিবানন্দ জানান, মাত্র ৬ বছর বয়সে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সামনে আমার পিতামাতার মুখাগ্নি করতে অস্বীকার করি। এর কিছুদিন বাদে দীক্ষার পর আমার উপলব্ধি হয় যে আমি গৃহহারা হইনি কারণ এই বিশ্বই আমার ঘর এবং তার জনগণই আমার আত্মীয়। তাদের সেবা করার মধ্যেই জীবনভোর আমার পিতামাতার সেবা করে চলেছি। জনগণদের তিনি জানান, তরল খাও আর কঠিন পান করো। এই বিষয়ে তিনি ব্যাখ্যা করেন দুধ, জলের মতো তরল আমরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলে ফেলতে পারি। কিন্তু খাবার আমাদের চিবোতে হয়। প্যারাটিড, ম্যান্ডিবুলার ও ম্যাক্সিলারি গ্রন্থি নিঃসৃত লালার সাহায্যে তরলিকরণ করেই আমাদের খাওয়া উচিৎ। তবেই আমাদের হজমের সুবিধা হবে।